সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী গাজা ও মিসর সংযোগকারী রাফাহ ক্রসিং খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের কাছে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে হামাস।
অন্যদিকে, যুদ্ধবিরতি শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও গাজার মানবিক পরিস্থিতি এখনও গুরুতর। জাতিসংঘ (UN) জানিয়েছে, জীবনধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে তারা এখনও বাধার সম্মুখীন হচ্ছে। এর ফলে গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি নাগরিক খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তার জন্য মরিয়া হয়ে অপেক্ষায় আছেন।
আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে ট্রাম্পের আশা
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। গাজায় গোষ্ঠীগত সংঘর্ষ নিয়ে হামাসকে সতর্ক করার পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ইসরায়েল এবং মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির দ্রুত সম্প্রসারণ ঘটবে।
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে যুবক নির্মমভাবে প্রহৃত
দখলকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে অবস্থিত আল-খাদের শহরে ইসরায়েলি বাহিনী এক যুবককে আটক করে নির্মমভাবে প্রহার করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা (Wafa) এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাদের এই পদক্ষেপের পাশাপাশি তারা আল-খাদের শহরের পূর্ব প্রবেশমুখে একটি সামরিক চৌকিও স্থাপন করে। সেখানে তারা একের পর এক যানবাহন থামিয়ে তল্লাশি চালায় এবং ফিলিস্তিনি নাগরিকদের পরিচয়পত্র পরীক্ষা করে। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণের ভোগান্তি বাড়ে।
সূত্র- আলজাজিরা







