‘নতুন বাংলাদেশের সূচনা হলো’: জুলাই সনদে ২৪ দলের স্বাক্ষরকে ড. ইউনূসের ঐতিহাসিক ঘোষণা

বহু প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’-এ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শুক্রবার (আজ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই ঘোষণা দেন। অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, এই ঐকমত্যের সুরই দেশকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যাবে।

ঐক্যবদ্ধ সুর নিয়ে নির্বাচনের পথে যাত্রা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছিল, তারই চূড়ান্ত রূপ এই জুলাই সনদ। নানা মতভেদ ও জটিলতা পেরিয়ে প্রণীত এই সনদে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

অধ্যাপক ইউনূস এই অর্জনকে জাতির ‘নবজন্ম’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব… এই ঐক্য যেন বজায় থাকে।” এই অগ্রযাত্রায় তরুণ সমাজকে পথ দেখানোর ভার অর্পণ করেন তিনি।

মিম্বার থেকে সনদ: প্রত্যাশার চেয়েও বড় অর্জন

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. ইউনূস স্বীকার করেন, কমিশনের যাত্রা শুরু হয়েছিল ‘ভয়ে ভয়ে’, যেখানে তিনি মাত্র দুই–একটা বিষয়ে দলগুলোকে এক করার আশা করেছিলেন।

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে এই সনদে স্বাক্ষর করবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি। দলগুলোকে এক ছাদের নিচে আনতে পারার কৃতিত্ব তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের দেন এবং বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবেন।”

সনদ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ এখন পরিবর্তনের দিকে এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ-অভ্যুত্থানের কারণে। এই সনদ আমাদের সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার বিষয়ে নতুনত্ব এনেছে।

যারা ঐকমত্য থেকে দূরে থাকল

ঐতিহাসিক এই ঐকমত্য থেকে নিজেদের সরিয়ে রেখেছে অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল। তারা সনদে সই করেনি এবং অনুষ্ঠানেও যোগ দেয়নি। অন্যদিকে, গণফোরাম অনুষ্ঠানে উপস্থিত থাকলেও চূড়ান্তভাবে সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top