আফগান সরকারকে সন্ত্রাসী সংগঠনের সহযোগী আখ্যা দিল ইসলামাবাদ
কাতার ও ইরানের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ভেঙে পড়েছে। মঙ্গলবার ভোর থেকে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি রকেট হামলার ঘটনা ঘটেছে বলে কাবুলের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনায় দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি হয়েছে এবং অস্ত্রবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভোররাতে পাকিস্তানের হামলা, আফগানিস্তানের পাল্টা জবাব
স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় প্রথম রকেট হামলাটি চালায় পাকিস্তান। এই প্রাথমিক হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান সূত্র জানায়, প্রথমে পাকিস্তানের দিক থেকে হামলা শুরু হলে, জবাবে ইসলামি আমিরাতের সরকার নতুন করে পাকিস্তানি সামরিক চৌকি এবং অবস্থানের ওপর পাল্টা রকেট হামলা চালায়। আফগানিস্তানের বিভিন্ন সূত্র দাবি করছে, এই পালটা হামলায় পাকিস্তানের ভালো ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটেছে।
কূটনৈতিক সম্পর্কের দ্রুত অবনতি
সামরিক সংঘাতের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও দ্রুত অবনতি হচ্ছে। আগে যেখানে ইসলামাবাদ তালেবান নেতৃত্বাধীন সরকারকে ‘অন্তর্বর্তী সরকার’ হিসেবে অভিহিত করত, সেখানে গত রোববার থেকে পাকিস্তান সরকার তাদের অবস্থান পুরোপুরি পাল্টে দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি বিবৃতিতে গুরুতর অভিযোগ এনেছে। মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের ওপর সাম্প্রতিক সময়ে যে হামলাগুলো হয়েছে, তা আফগান তালেবান, তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং বালুচ বিচ্ছিন্নতাবাদীরা যৌথভাবে চালিয়েছে। এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যত আফগান সরকারকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিযোগ এনেছে।
অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আমিরাতের সরকার এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।







