মায়ের ভালোবাসার তুলনা পৃথিবীতে আর কিছুতেই হয় না—তা মানুষ হোক কিংবা পশু-পাখি, প্রতিটি প্রাণের হৃদয়ের গভীরে মায়ের প্রতি ভালোবাসা এক অনন্য বন্ধনে গাঁথা। মায়ের স্নেহ, ত্যাগ আর মমতা এমন এক আশ্রয় যেখানে সন্তানের প্রতিটি ভয়, ক্লান্তি আর দুঃখ মিলিয়ে যায় মুহূর্তেই।
মানুষের জগতে যেমন মা তার সন্তানের সুখের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেন, তেমনি প্রাণীর জগতেও দেখা যায় সেই একই নিঃস্বার্থ মমতা। এক মুরগি নিজের ডানার নিচে ছানাদের বৃষ্টির হাত থেকে বাঁচায়, একটি বিড়াল তার বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়, কিংবা একটি হাতি তার আহত শিশুকে ঘিরে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না সে নিরাপদ হয়—সবখানেই একই অনুভূতি, একেই বলে মায়ের ভালোবাসা।
মনোবিজ্ঞানীরা বলেন, মায়ের ভালোবাসা সন্তানের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও নৈতিকতার ভিত্তি গড়ে দেয়। জীবনের কঠিনতম সময়েও একজন মানুষ যখন মায়ের কথা ভাবে, তখন সে সাহস আর আশার আলো পায়।
আজকের দ্রুতগতির পৃথিবীতে অনেকেই হয়তো দূরে আছে মায়ের কাছ থেকে, কিন্তু দূরত্ব কখনো ভালোবাসাকে কমাতে পারে না। মায়ের ভালোবাসা অমর—সময়, স্থান বা দূরত্ব কোনো কিছুর বশে পড়ে না।
প্রতিটি মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা—কারণ তাঁরাই শেখান কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে ত্যাগ করতে হয়, আর কীভাবে নিঃস্বার্থভাবে বাঁচতে হয়।







