এফএও’র বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরামে (World Food Forum) অংশ নিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

রবিবার (১২ অক্টোবর) রোমের স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তিনি রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক

এর আগে, প্রফেসর ইউনূস এদিন সকাল সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। রোমে এফএও-এর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি দেশের প্রতিনিধিত্ব করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top