‘মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই’: দায়সারা উপদেষ্টাদের চরম হুঁশিয়ারি সারজিস আলমের

অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে দায়সারাভাবে দায়িত্ব পালন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একইসঙ্গে, তিনি নির্বাচন কমিশন (ইসি)-এর বিরুদ্ধে জাতীয় লীগ নামে একটি অস্তিত্বহীন দলকে নিবন্ধন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার গুরুতর অভিযোগ এনেছেন।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

‘এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এমন কাজ করলে মুখ দেখাতে পারবেন না’

দায়সারা মনোভাবের উপদেষ্টাদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা কাজ করছেন, তারা যদি কেবল এক্সিট নেওয়ার চিন্তা করেন, তবে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না।

তিনি সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেন:

“যাঁরা এ ধরনের চিন্তা করেন, তাঁদের জন্য বলতে হয়—মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান, বাংলাদেশের মানুষ তাঁদের ধরবে।”

‘জাতীয় লীগ’ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে মানব না

 

নির্বাচন কমিশনের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম অভিযোগ করেন, ইসি জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে, অথচ দলটির অস্তিত্ব বলতে ‘টয়লেটের পাশে একটি ছোট ঘর ছাড়া কিছুই নেই’

তিনি হুঁশিয়ারি দেন:

“যদি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা হয়, জনগণ ও এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না।”

এনসিপি নেতা দাবি করেন, যেকোনো দলকে নিবন্ধন দিতে হলে ইসিকে পুরোনো মানদণ্ড বাদ দিয়ে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের যেকোনো সংস্করণ কোনোভাবেই প্রাসঙ্গিক নয়

শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে থাকবে এনসিপি, ইসির স্বেচ্ছাচারিতায় ক্ষোভ

আগামী জাতীয় নির্বাচনে এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন সারজিস আলম। তবে এই প্রতীক নিয়ে কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসির আচরণে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও অভ্যুত্থান-পরবর্তী সময়ে হয় স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, নয়তো কারও চাপে পড়ে এমনটা করছে। তিনি আশা করেন, ইসি তার স্বাধীনতা ধরে রেখে কাজ করবে।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রসঙ্গে সহমর্মিতা জানিয়ে সারজিস আলম বলেন, অতীতের অন্যায়-অত্যাচার, ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা আগামী বাংলাদেশে আর প্রত্যাশিত নয়। তিনি এই প্রসঙ্গে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে বা কোনো সুযোগ-সুবিধার বিনিময়ে যেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top