২৭ হাজার কোটি টাকায় চীন থেকে ২০টি যুদ্ধবিমান ক্রয়ের খবর, মন্তব্য করতে নারাজ অর্থ উপদেষ্টা

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে চাইলেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সূত্র মারফত জানা যায়, সরকার প্রায় ২৭ হাজার কোটি টাকা খরচ করে চীন থেকে ২০টি যুদ্ধবিমান কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এই স্পর্শকাতর প্রতিরক্ষা চুক্তি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

২০টি জে-১০সিই যুদ্ধবিমানের জন্য ২৭ হাজার কোটি টাকার চুক্তি

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ সরকার চীন থেকে ২০টি জে-১০সিই (J-10CE) মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার উদ্যোগ নিয়েছে। এই বৃহৎ সামরিক চুক্তিতে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৬০ কোটি টাকা

সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথি অনুযায়ী, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬০ মিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে ২০টি উড়োজাহাজের মূল দাম ১৪ হাজার ৭৬০ কোটি টাকা। তবে এর সঙ্গে খুচরা যন্ত্রাংশ, অন্যান্য সরঞ্জাম, বীমা, ভ্যাট এবং এজেন্সি কমিশন যুক্ত হয়ে মোট ব্যয় ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই বিপুল পরিমাণ অর্থ আগামী ১০টি অর্থবছরে থোক বরাদ্দ থেকে মেটানো হবে।

‘জানলেই যে সব বলে দিতে হবে, সেটা তো না’

দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই প্রতিরক্ষা ক্রয় নিয়ে সরকারি নথিপত্রে তথ্য থাকলেও, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোরভাবে নীরবতা বজায় রাখেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকরা এই চুক্তি নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”

এক সাংবাদিক যখন বলেন, “আপনি তো বিষয়টা জানেন স্যার”—তখন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, “জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।” এই মন্তব্যের মধ্য দিয়ে সরকার প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top