ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। বরং, সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটি বাদে একটি ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ২০ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস।
সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস ভিসা প্রক্রিয়া এবং ফি সংক্রান্ত কয়েকটি প্রচলিত বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।
‘ভিসা না পেলে ফি লাগবে না’—গুজব উড়িয়ে দিয়েছে দূতাবাস
দূতাবাস এই বিজ্ঞপ্তিতে একটি প্রচলিত গুজবের বিষয়ে সতর্ক করেছে। বহুল প্রচারিত সেই গুজবটি হলো—‘ভিসা না পেলে কোনো ফি লাগবে না’। দূতাবাস নিশ্চিত করেছে যে, এই ধারণাটি সত্য নয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যেকটি আবেদন সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়াকরণের অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য। অর্থাৎ, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরই এই ফি নেওয়া হয়, যা ভিসার ফলাফল নির্বিশেষে প্রযোজ্য।
আবেদনকারীদের প্রতি স্বচ্ছতার আহ্বান
দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে ন্যায়বিচার, স্বচ্ছতা এবং দ্রুত সেবা প্রদানে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। তবে দ্রুত সেবা দেওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে দূতাবাস বলেছে, আবেদনকারীদের উচিত সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দেওয়া। এর ফলে আবেদন প্রক্রিয়ায় অহেতুক দেরি বা বাতিলের মতো সমস্যা এড়ানো সম্ভব হবে।