আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে এক পুরোনো হিসাব চুকিয়ে ফেলল বাংলাদেশ। গতকাল শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে টাইগাররা। ২০১৮ সালে যে আফগানরা বাংলাদেশকে তাদের ‘ঘরের মাঠে’ হোয়াইটওয়াশ করেছিল, সেই তিক্ত প্রতিশোধ এবার একই দেশে নিল বাংলাদেশ।
সাইফ হাসানের দাপটে সহজ হলো লক্ষ্যভেদ
রান তাড়ায় বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য ছিল, যা সিরিজের প্রথম দুই ম্যাচের চেয়ে বেশ কম। শুরুটা কিছুটা মন্থর হলেও ওপেনার সাইফ হাসানের মারকুটে ব্যাটিংয়ে সেই অস্বস্তি দ্রুত কেটে যায়। যদিও আরেক ওপেনার পারভেজ হোসেন ১৬ বলে ১৪ রান করে আউট হন, কিন্তু সাইফ ও তানজিদ হাসানের ব্যাটেই জয়ের ভিত্তি তৈরি হয়।
মাত্র ৩৩ বলে ৫৭ রানের জুটি গড়েন এই দুজন। তানজিদ হাসান ৩৩ রান করে ফিরে গেলেও পুরো কৃতিত্ব নিজের কাঁধে নেন সাইফ হাসান। তিনি ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত এক ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ২টি চারের মার। প্রয়োজনের মুহূর্তে মারমুখী থেকে আবার কৌশলগতভাবে রশিদ খানের একটি ওভার মেডেন দিয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জেতানোর জন্য সাইফই হন ম্যান অব দ্য ম্যাচ।
বোলারদের সম্মিলিত দাপট
বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। টস জিতে ব্যাট করতে নামা আফগানরা প্রথম দুই ওভারে ২০ রান তুললেও টাইগার বোলারদের সম্মিলিত আক্রমণে সেই গতি ধরে রাখতে পারেনি। মোহাম্মদ সাইফউদ্দিন একাই ১৫ রান খরচ করে ৩টি উইকেট নিয়ে আফগানিস্তানের ব্যাটিংয়ে ধ্বস নামান। এছাড়া নাসুম আহমেদ ও তানজিম হাসান—দুজনেই ২টি করে উইকেট শিকার করে প্রতিপক্ষকে ১৪৩/৯ রানে আটকে রাখেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দারবিশ রাসুলি।
পুরস্কার ও আগামী সিরিজ
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ টি-টোয়েন্টি সংস্করণে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তানকেও হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করল। সিরিজ জুড়ে মিতব্যয়ী বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার জন্য নাসুম আহমেদ নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে, যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।
ম্যাচের স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (রাসুলি ৩২, আতাল ২৮, মুজিব ২৩*; সাইফউদ্দিন ৩/১৫, নাসুম ২/২৪, তানজিম ২/২৪, শরীফুল ১/৩৩, রিশাদ ১/৩৯)
বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (সাইফ ৬৪*, তানজিদ ৩৩, পারভেজ ১৪, নুরুল ১০*, জাকের ১০; মুজিব ২/২৬, ওমরজাই ১/১২, আহমেদজাই ১/৫০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০–তে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান
ম্যান অব দ্য সিরিজ: নাসুম আহমেদ