লক্ষ্মীপুরে সাবেক এমপি নয়নের বাড়িতে চতুর্থবারের মতো আগুন

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে পুনরায় আগুন দিয়েছে একদল যুবক। বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় তার বাসভবন ‘লুবনা কটেজ’-এ এই ঘটনা ঘটে। এই নিয়ে তার বাড়িতে চতুর্থবারের মতো হামলা ও অগ্নিসংযোগ করা হলো।

ফের আগুন, চারবারের মতো হামলার শিকার বাড়ি

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে আছেন ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি নূর উদ্দিন চৌধুরী নয়ন। জানা গেছে, ৪ আগস্ট প্রথম তার বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়, এরপর ৫ আগস্ট আবারও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি একদল বিক্ষুব্ধ জনতা তার পরিত্যক্ত ও ভাঙা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সম্প্রতি এই পোড়া বাড়িটি গোপনে সংস্কার করা হচ্ছিল, যা দেখে ক্ষুব্ধ হয়ে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে একদল যুবক বুধবার বিকেলে কাজ বন্ধ করতে বাধা দেয়। একপর্যায়ে তারা একটি নিরাপত্তা দেওয়াল ভেঙে ফেলে এবং নির্মাণসামগ্রীতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও জুলাইযোদ্ধাদের বক্তব্য

সংস্কার কাজে নিয়োজিত নির্মাণশ্রমিক আবদুল মাজেদ বলেন, ‘আমরা কাজ করছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেওয়াল ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।’

সংবাদকর্মী ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে একদল লোক মালামাল লুট করছিল। তখন ভিডিও করতে গেলে আমাকে গালমন্দ করে। পরে ছবি তুলতে গেলে এক যুবক আমাকে মারতে তেড়ে আসে।’

তবে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, ‘নয়নের বাড়িতে গোপনে সংস্কার কাজ চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা বিক্ষোভ করে এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।’ সাংবাদিকের সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনা মীমাংসা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও প্রেক্ষাপট

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িতে বিক্ষুব্ধরা আগুন দিয়েছে। পরে সেনাবাহিনীর সহায়তায় আমরা আগুন নেভাতে সক্ষম হই।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল, তাই সেখানে অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভারতের অবস্থানরত একটি ছবি ছড়িয়ে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top