ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য রেড জুলাই’ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিবাদ কর্মসূচির ধরন
প্রতিবাদকারীরা শেখ হাসিনার জন্মদিনকে ‘ইতিহাসের ঘৃণ্য দিন’ হিসেবে আখ্যা দেন। এ সময় তারা তার ছবিতে জুতা নিক্ষেপ করেন। এরপর তারা একটি কেক কাটেন এবং তা কুকুরকে খাওয়ান। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্ররা ‘শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন’ এবং ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’—এর মতো বিভিন্ন স্লোগান দেন।
আয়োজকদের বক্তব্য
এই কর্মসূচির অন্যতম সংগঠক মো. সজিব হোসেন বলেন, বিগত শাসনকালে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুসারীরা শিক্ষার্থীদের বাধ্য করে এই জন্মদিন পালন করাতো। তিনি আরও বলেন, ‘শুধু শেখ হাসিনা নয়, মুজিব পরিবারের সঙ্গে সম্পর্কিত অন্যান্য দিবসগুলোও শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পালন করানো হতো।’
সজিব হোসেন বলেন, ‘আজ যে কেক কাটা হয়েছে, সেই কেক কুকুরও খেতে চাইছে না। কুকুরও বোঝে হাসিনা কতটা স্বৈরাচার ছিলেন।’ তিনি এই আয়োজনকে একটি প্রতিবাদ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা এর মাধ্যমে বোঝাতে চাই ভবিষ্যতে যেন কোনো শাসক স্বৈরাচারী হাসিনার মতো জোর করে কোনো দিবস পালন না করায়।’