অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের অনুসারীরা অবস্থান করছে এবং তারা গোপনে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শনিবার রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা মো. দোলন ভূঁইয়াকে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের বিভিন্ন স্তরে ষড়যন্ত্রের অভিযোগ
রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে চারজন ব্যক্তির পরামর্শে শেখ হাসিনা তার সব ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ চালিয়েছেন। তাদের পরামর্শেই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলি ও বোমা মেরে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও সেইসব অপরাধীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে।
আহত ছাত্রদল নেতাকে আর্থিক সহায়তা
‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলের সঙ্গে রিজভী আহত দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুরুতর আহত এই ছাত্রদল নেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ এবং ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।