থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু, আহত ৪০

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি আজ শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় ঘটেছে।

নিহতদের মধ্যে নারী ও শিশু বেশি

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬টি শিশু রয়েছে। হতাহতের এই সংখ্যা জনসভার অব্যবস্থাপনা ও ঝুঁকির গভীরতা তুলে ধরেছে।

যেভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা

কারুর জেলার ভেলুসামাইপুরামে কারুর-ইরোড মহাসড়কে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখতে মঞ্চের ব্যারিকেডের দিকে হুড়োহুড়ি করে এগিয়ে যান। এই সময়ই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়িতে অনেকেই অচেতন হয়ে পড়েন এবং শিশুরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামাল দেওয়ার আগেই বহু মানুষ পদদলিত হন। এই ঘটনার কারণে থালাপতি বিজয় তার বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top