সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহর ইন্তেকাল

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ পরলোকগমন করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশটির রয়্যাল কোর্টের বরাতে নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট।

প্রখ্যাত এই আলেমের জানাজা স্থানীয় সময় আজ বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই গভীর শোক প্রকাশ করেন।

তারা বলেন, শায়খ আবদুল আজিজ ছিলেন ইসলামি জ্ঞানের এক বিশাল ভাণ্ডার এবং মুসলিম উম্মাহর জন্য একজন আলোকবর্তিকা। তার জীবন পবিত্র কোরআন ও সুন্নাহর প্রচার, ফতওয়া প্রদান এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত ছিল। তারা আরও বলেন, এই মহান আলেমের ইন্তেকালে মুসলিম উম্মাহ এক যুগশ্রেষ্ঠ মনীষীকে হারাল, যা বিশ্ব ইসলামি আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। নেতৃদ্বয় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ আবদুল আজিজ ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। তিনি সেখানকার সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ধর্মীয় আইন (ফতওয়া) জারির ক্ষমতা রাখতেন। ইসলামে তার গভীর জ্ঞান ও এই উচ্চ পদের কারণে তার মৃত্যু শুধু সৌদি আরবে নয়, বরং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য এক বড় শূন্যতা সৃষ্টি করেছে। ইসলামের পবিত্র দুই স্থান মক্কা ও মদিনার অবস্থান সৌদি আরবে হওয়ায়, সেখানকার গ্র্যান্ড মুফতির ধর্মীয় বক্তব্য ও সিদ্ধান্ত বিশ্বব্যাপী মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top