টস জিতে বোলিং বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে লিটন দাস বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা দেখেছি যে, রান তাড়া করা দলগুলোই বেশি জয় পেয়েছে। পিচের আচরণ নিয়েও কিছুটা অনিশ্চয়তা আছে।’ তিনি জানান, আজকের ম্যাচের জন্য দলে দুটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে সোহান এবং রিশাদ খেলছেন না।
অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা জানান, টস জিতলে তারাও একই সিদ্ধান্ত নিতেন। তিনি বলেন, ‘এটি একটি ব্যবহৃত পিচ। ২০২১ সালের পর থেকে দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা যথেষ্ট পরিণত হয়েছে। আমরা আমাদের আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছি।’
এবারের এশিয়া কাপে এটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় লড়াই। গ্রুপ পর্বের ম্যাচে এই দুই দলের প্রথম দেখায় শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে লিটন দাসের দলের সামনে।