এশিয়া কাপের সুপার ফোরে কোন দল যাবে, সেই ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরে খেলার স্বপ্ন।
আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুটি জয় নিয়ে এরই মধ্যে শীর্ষে থাকা শ্রীলঙ্কা এই ম্যাচটি খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। অন্যদিকে, আফগানিস্তানের জন্য এটি একটি ‘ডু অর ডাই’ ম্যাচ। এই ম্যাচে হারলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে, তাদের সামনে চ্যালেঞ্জটা সহজ নয়। সুপার ফোরে যেতে হলে রশিদ খান বাহিনীকে অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে।
বাংলাদেশের ভাগ্য ও সমীকরণ
দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। তবে, দলের প্রধান চিন্তার কারণ তাদের নেট রান রেট, যা বেশ খারাপ (-০.২৭০)। অন্যদিকে, আফগানিস্তানের নেট রান রেট (+২.১৫০) বেশ ভালো অবস্থানে আছে, আর শ্রীলঙ্কার (+১.৫৪৬)।
বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণটি খুবই সহজ:
- যদি শ্রীলঙ্কা জিতে যায়: সেক্ষেত্রে আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এবং বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে।
- যদি আফগানিস্তান জিতে যায়: তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান – তিন দলেরই পয়েন্ট সমান (৪) হবে। তবে আফগানিস্তানের নেট রান রেট বাংলাদেশের চেয়ে অনেক ভালো হওয়ায় তারা সুপার ফোরে চলে যাবে।
এখন তামিম-তাসকিন-লিটনরা তাকিয়ে আছেন লঙ্কানদের দিকে। তবে, টি-টোয়েন্টিতে এই দুটি দলের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার রেকর্ডই ভালো। এখন পর্যন্ত ৮টি ম্যাচে শ্রীলঙ্কা ৫টিতে এবং আফগানিস্তান ৩টিতে জিতেছে। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে।