ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের দমন করতে ফ্যাসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের মতো আচরণ করতেন বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি সাক্ষ্য দেন। চলমান গণহত্যা মামলায় তিনি ছিলেন প্রসিকিউশনের ৪৬তম সাক্ষী।
মাহমুদুর রহমান তার জবানবন্দিতে বলেন, “হিটলারের জার্মানিতে যেমন কমিউনিস্ট ও ইহুদিদের গণশত্রু আখ্যায়িত করে এথনিক ক্লিনজিংয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তেমনি বাংলাদেশেও ২০১৩ সালে একটি বিশেষ রাজনৈতিক শ্রেণিকে টার্গেট করে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন পরিচালনা করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন এবং বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। তার দাবি, “শাহবাগ আন্দোলনের প্রভাবে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা পরিবর্তন করে ফাঁসির রায়ে উন্নীত করা হয়েছিল, যা ইতিহাসে চরম অবিচার হিসেবে থেকে যাবে।”
এসময় তিনি উল্লেখ করেন, সরকার-সমর্থিত আন্দোলনে সচিবালয়ের কর্মকর্তাদের চাপের মুখে প্রকাশ্যে অবস্থান নিতে বাধ্য করা হয়েছিল। এমনকি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এ আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন।
প্রসঙ্গত, গত ১০ জুলাই শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেয়।