প্রস্তাবিত জুলাই জাতীয় সনদের ওপর নিজেদের চূড়ান্ত মতামত তৈরি করেছে বিএনপি। প্রায় ৪০ পৃষ্ঠার এই মতামত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সংসদের ভূমিকার ওপর নির্ভর করছে বিএনপির অবস্থান। দলটির অভিমত হলো, যদি শেষ পর্যন্ত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত না হয়, তবে এর ভার সরকারের ওপর ছেড়ে দেওয়া যেতে পারে।
সোমবার রাত সাড়ে ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে মতামত কমিশনে জমা দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক আছে। এই বিষয়ে আলোচনা হবে এবং কোনো সিদ্ধান্ত হলে বৈঠকের পর তা জানানো হবে।”
দলীয় সূত্রে আরও জানা গেছে, বিএনপি তাদের এই মতামতের চূড়ান্ত ভাষ্য নিয়ে শেষ মুহূর্তে কিছু ভাষাগত ও শব্দগত পরিবর্তন করছে। আশা করা হচ্ছে, আগামী দুই দিনের মধ্যে এই চূড়ান্ত মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া হবে।