বহু প্রতীক্ষিত ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপের টিকিট ড্রয়ের জন্য আবেদন শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে। ফিফা জানিয়েছে, এই সময়ের মধ্যে ২১০টি দেশ থেকে ১৫ লাখেরও বেশি টিকেট আবেদন জমা পড়েছে।
ফিফা’র দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার বাসিন্দাদের কাছ থেকে। এই দেশগুলোর পরেই আগ্রহের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং জার্মানির ফুটবলপ্রেমীরা।
যেভাবে চলছে টিকেট আবেদন প্রক্রিয়া
গত ১০ সেপ্টেম্বর থেকে ভিসা কার্ড হোল্ডারদের জন্য টিকেটের প্রথম ধাপের আবেদন শুরু হয়েছে, যা একটি লটারি পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই ধাপে আবেদন করার সময়সীমা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। ফিফা নিশ্চিত করেছে যে, আবেদন জমা দেওয়ার সময়ের ওপর নির্ভর করে লটারিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ে না।
লটারির মাধ্যমে নির্বাচিত ভাগ্যবানদের আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। এরপর তারা ১ অক্টোবর থেকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকেট কেনার সুযোগ পাবেন। ফিফা আরও জানিয়েছে, প্রথম ধাপে প্রায় ১০ লাখ টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।
এই বিশাল সংখ্যক আবেদন থেকে বোঝা যায়, ২০২৬ সালে উত্তর আমেরিকায় হতে যাওয়া এই ঐতিহাসিক বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা কতটা তুঙ্গে।