কেন এই চাপ?
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা। জবাবে ফাওজুল কবির বলেন, “না; বরং বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই, সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে। কিন্তু আমি বন্ধ করি না, কারণ এটা যদি করি তাহলে আমি আমার নিজের বাসায় ঢুকতে পারব না।”
তবে কোথা থেকে বা কী ধরনের চাপ আছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
এখনই বাড়ছে না গ্যাসের দাম
গ্যাসের দাম বাড়বে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান স্পষ্ট জানিয়ে দেন, “দাম এখন বাড়বে না।” তিনি আরও বলেন, আগে সরকারি সিদ্ধান্ত ছিল প্রতি দুই-এক মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আমরা এক বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়াইনি।