“গুণ্ডাবাহিনী দিয়ে নয়, ভালো মানুষ নিয়েই রাজনীতি করবো, ” — হাসনাত আব্দুল্লাহ

“প্রয়োজনে শুধু দশজন ভালো মানুষ নিয়েই রাজনীতি করব। একশ কিংবা হাজার গুণ্ডার চেয়ে দশজন সৎ মানুষ নিয়ে হাঁটা অনেক ভালো।”
রবিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রামে এক উঠান বৈঠকে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

তিনি বলেন,
“মানুষের সাথে যদি উগ্র আচরণ করা হয়, তবে মানুষ মনে করবে এনসিপি উগ্র দল। সারাদিন অন্যায়-দুর্নীতি করে যদি দাবি করা হয় ‘আমরা ভালো’, তাহলে মানুষ তা কখনো বিশ্বাস করবে না। এনসিপির ভালো কার্যক্রমই মানুষের কাছে প্রমাণ করবে দলটি আসলেই ভালো।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন—
“আমার নামে যদি একশ কোটি টাকার দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে মানুষ বলবে এনসিপি খারাপ। তাই ব্যক্তিগত অনৈতিক কাজ গোটা দলকেই কলঙ্কিত করে। নেতাকর্মীদের আচার-আচরণ যেন জনগণকেন্দ্রিক হয়। অন্য দল ভুল করুক, কিন্তু আমরা যদি একটি ভুল করি, মানুষ সেটাকে দশটি ভুল হিসেবে দেখবে। এজন্য আত্মসমালোচনা করে নিজেদের সংশোধন করতে হবে।”

এসময় তিনি গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মো. কবির। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top