গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত আশ্রয়হীন সাধারণ মানুষ

গাজা সিটি আবারও রক্তে রঞ্জিত হলো। ইসরায়েলি সেনারা শনিবার ভোরে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে, যেখানে আশ্রয় নিয়েছিল অসংখ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার। হামলার আগে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়া হলেও অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজে পাননি। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের শেষ আশ্রয়।

শুধু শনিবারের হামলাতেই অন্তত ২১ জনের প্রাণ গেছে, এর মধ্যে রয়েছে ত্রাণের জন্য অপেক্ষমান সাধারণ মানুষও। আহতদের মধ্যে অনেকেই শিশু ও নারী। ভোরের অন্ধকারে বাঁচার আর্তনাদ ও আহতদের কান্নায় গাজা সিটি কেঁপে ওঠে।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৪ হাজারেরও বেশি। আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ। হাজারো পরিবার এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের অনেকের খোঁজ পর্যন্ত মেলেনি।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনায় ইসরায়েলে প্রাণ হারান ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়। তবে যুদ্ধের ভয়াবহতা সবচেয়ে বেশি নেমে এসেছে গাজার সাধারণ মানুষের জীবনে। তারা আজ খাদ্য, পানি, ওষুধ থেকে বঞ্চিত হয়ে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

গাজা এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে—যেখানে শিশুরা আশ্রয়ের বদলে খুঁজছে কবরস্থান, মায়েরা সন্তানকে আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ফেলছে, আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিস্তব্ধ হয়ে যাচ্ছে একের পর এক জীবন। সূত্র- আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top