বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও প্রশাসনে থাকা তার দোসররা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে কিশোর উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলকে সহযোগিতা প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় নগদ অনুদান হস্তান্তর শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকেরাই শেখ হাসিনার সুদূর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে। তবে জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। এ দেশে গণতন্ত্র ফিরবেই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবেই।”
তিনি আরও বলেন, “সংবিধান আইন অনুযায়ী সংশোধন হতে পারে, কিন্তু সংসদ ছাড়া অন্য কোনো প্রক্রিয়াকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। আইনের শাসনের চেতনা ব্যাহত করা যাবে না।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় নেতাকর্মীরা।







