দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অক্টোবরে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের অন্যতম সেরা এই ওপেনার যে অংশ নিচ্ছেন, সে খবরটি শনিবার একটি জাতীয় দৈনিককে তিনি নিজেই জানিয়েছেন।
ক্রিকেটে তার আগ্রহ ও সম্পৃক্ততার কথা উল্লেখ করে তামিম বলেছেন, “যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেবো কি না, এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। আমি এবার নির্বাচন করছি। আমার ক্রিকেটে বিনিয়োগ আছে, দুটি ক্লাবের সঙ্গে আমি জড়িত, তাই আমি কাউন্সিলর হবোই।”
রাজনৈতিক পটপরিবর্তন ও বিসিবির নেতৃত্ব
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব থেকে সরে গেলে বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে আসেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় তিনি বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি আলোচনা চলছে নির্বাচন পিছিয়ে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করে বুলবুলকে দায়িত্বে রাখার। এই গুঞ্জনের মাঝেই তামিমের নির্বাচনে অংশ নেওয়ার খবর নতুন করে সামনে এসেছে, যা ক্রিকেট মহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
তামিমের ভূমিকা ও নির্বাচনের প্রক্রিয়া
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর থেকেই তামিমের ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহের কথা শোনা যাচ্ছিল। তার এই সিদ্ধান্ত ক্রিকেটকে নতুন দিক থেকে সেবা করার আগ্রহেরই প্রতিফলন। বিসিবির নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী, একজন প্রার্থীকে প্রথমে কাউন্সিলর নির্বাচিত হতে হয়। তামিম যেহেতু দুটি ক্লাবের সঙ্গে যুক্ত, তাই তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনের জন্য যোগ্য। কাউন্সিলররা পরে পরিচালকদের নির্বাচিত করেন এবং পরিচালকদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হন। তামিমের মতো একজন জনপ্রিয় ও অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণ বোর্ড প্রশাসনে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।