যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের Croton Point Park-এ অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের এক অনন্য আয়োজন। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কেগনার প্রবাসীদের নিয়ে গঠিত “ড্রিম ভিলেজ কেগনা”-এর উদ্যোগে ঐতিহাসিক বনভোজন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী এই মিলনমেলায় প্রবাসীরা হাসি, আনন্দ আর আবেগের সমুদ্রের মধ্যে ডুবে ছিলেন। প্রবাস জীবনের একঘেয়েমি ও ব্যস্ততার মাঝে এই ধরনের আয়োজন সবার মধ্যে এনে দেয় এক ভিন্ন উচ্ছ্বাস। কেউ হারানো শৈশবের স্মৃতি খুঁজে পান, কেউবা আপনজনকে মিস করার বেদনা ভাগাভাগি করে নেন।
অনেকেই দীর্ঘ সময় ধরে দেশ থেকে দূরে থাকা, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবকে দেখতে না পারা তাদের হৃদয়ে গভীর কষ্ট তৈরি করে। কিন্তু এমন মিলনমেলা প্রবাসীদের সেই না-পাওয়ার কষ্টকে কিছুটা হলেও প্রশমিত করে। প্রবাস জীবনের পাওয়া আর না-পাওয়ার গল্পগুলো যেন এক হয়ে যায় হাসি, কান্না আর মিলনোৎসবে।
বনভোজনে ছিলো দেশীয় খাবারের আয়োজন, গান-বাজনা, কুইজ প্রতিযোগিতা ও শিশুদের জন্য খেলাধুলা। প্রত্যেকেই একে অপরের সাথে গল্প করে, স্মৃতি রোমন্থন করে কাটিয়ে দেন আনন্দঘন সময়।
প্রবাসীদের এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদনই নয়—এটি প্রবাসী জীবনের আবেগ-অনুভূতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বয়ে নিয়ে যেতে সাহায্য করে।