ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও অপহরণের পরিকল্পনার গোপন তথ্য হাতে পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। বিশেষ করে দূতাবাসে কর্মরত নির্দিষ্ট ধর্ম পালনে বিশ্বাসী বিদেশি কর্মীসহ বাংলাদেশি কর্মীদের টার্গেট করার নকশা আঁকা হয়েছিল বলে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস এ বিষয়ে অবগত হওয়ার পরই দ্রুত নিরাপত্তা জোরদার ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শামীম মাহফুজ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হামলার জন্য দূতাবাস সংলগ্ন এলাকায় ‘ক্রিকেট খেলার’ আড়ালে রেকি (তথ্য সংগ্রহ) চালানো হচ্ছিল। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এ পরিকল্পনার সঙ্গে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক একিউআইএস (আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট) জড়িত থাকতে পারে। বিস্তারিত আসছে-
সূত্র- বাংলাআউটলুক