বাংলাদেশ চীনের জে-১০সি যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহী

বাংলাদেশ সরকার আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনার অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সি মডেলের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্র জানায়, এর আগে গত মার্চে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, জে-১০সি একটি চতুর্থ প্রজন্মের উন্নত যুদ্ধবিমান, যা সুপারসনিক গতিতে উড়তে সক্ষম। এটি আধুনিক AESA রাডার ব্যবহার করে শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণে অত্যন্ত কার্যকর। এর আকাশ থেকে আকাশেআকাশ থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে পারে।

বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, জে-১০সি অন্তর্ভুক্ত হলে বিমানবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হবে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি সরকার।

উল্লেখ্য, চীন ইতোমধ্যেই পাকিস্তানকে জে-১০সি সরবরাহ করেছে। পাকিস্তান এটিকে ভারতের রাফায়েল যুদ্ধবিমানের পাল্টা হিসেবে ব্যবহার করছে। সামরিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top