ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, কর্তৃত্ববাদ পতনের পর থেকে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ‘এবার আমাদের পালা’ এমন মানসিকতা দেখা দিয়েছে, যা দেশে দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজির মতো অসুস্থ চর্চাকে বাড়িয়ে তুলছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শনিবার এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় এখনই আত্মজিজ্ঞাসার সময় এসেছে। তিনি বলেন, মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে দখল ও চাঁদাবাজির সংস্কৃতি চলতে থাকায় নতুন বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পদদলিত করা হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরিবহন টার্মিনাল, খনিজ সম্পদ, সেতু, বাজার ও জলমহাল দখল ও চাঁদাবাজির সাথে জড়িত হচ্ছেন। এমনকি কিছু নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও চাঁদাবাজিসহ নানাবিধ অনিয়মের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন।
ড. জামান বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অভ্যন্তরীণ জবাবদিহি, নৈতিক চর্চা ও গণতান্ত্রিক পরিচালনা নিশ্চিত না করতে পারে, তবে জুলাই আন্দোলনে শহীদ ও আপামর জনগণের হতাশা বাড়বে। তিনি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর গঠনমূলক আত্মজিজ্ঞাসা ও পারস্পরিক সংলাপের মাধ্যমে দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান।