ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ ও ওমরাহ যাত্রার ক্ষেত্রে অনুমোদিত এজেন্সির তালিকা যাচাই না করে কোনো অর্থ লেনদেন না করতে।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কিছু প্রতারক চক্র অনুমোদিত এজেন্সি না হয়েও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফেসবুক ও ইউটিউবে হজ ও ওমরাহ প্যাকেজ প্রচার করছে। এতে অনেক যাত্রী প্রতারণার শিকার হচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি বছর ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সির তালিকা তাদের ওয়েবসাইট ও হজ পোর্টালে প্রকাশ করে। তাই কোনো অর্থ প্রদানের আগে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির নাম তালিকায় আছে কি না তা যাচাই করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।