গুম ও নির্যাতনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, বালি অভিযোগ করেছেন যে তাকে অপহরণ করে দীর্ঘদিন আটক রাখা হয়েছিল। তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং ভারতের কারাগারেও তাকে বন্দি রাখা হয়েছিল।
সুখরঞ্জন বালি ছিলেন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী। তবে ২০১২ সালে আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি সাঈদীর পক্ষে বক্তব্য দেন। ওইদিন আদালত প্রাঙ্গণ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়, তাকে ভারতের একটি কারাগারে পাওয়া গেছে।
দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর দেশে ফিরে আসেন বালি। অবশেষে বহু বছর পর তিনি প্রকাশ্যে এসে নিজের ভোগান্তির বর্ণনা দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলেন।