গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধের সময় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।
ইসরায়েল গাজা সিটিতে হামলা আরও তীব্র করেছে এবং শহর দখলের পরিকল্পনা করছে। এতে প্রায় ১০ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের “পদ্ধতিগত অভিযান” চালানো হচ্ছে।
হামাস অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করে গাজা সিটির সামরিক দখলদারিত্ব এগিয়ে নিচ্ছেন।
এদিকে বিশ্বনেতারা ইসরায়েলের অনুমোদিত “E1 বসতি সম্প্রসারণ প্রকল্প” নিন্দা করেছেন, যা অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহ ও বেথলেহেমের মধ্যে অন্যতম শেষ সংযোগ ছিন্ন করবে।
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২,১২২ জন নিহত এবং ১,৫৬,৭৫৮ জন আহত হয়েছে। অন্যদিকে, গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ আটক হয়েছিল।
সূত্র- আলজাজিরা