পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দেশে ফিরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।” তিনি জোর দিয়ে বলেন, “দেশের মানুষ দ্রুত নির্বাচন চায়, কারণ এটিই চলমান সংকট নিরসনের একমাত্র পথ।” যারা নির্বাচনী সংস্কার চাইছে না, সেটিকে তাদের দলের নিজস্ব বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top