প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারিরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের নবনিযুক্ত প্রথম ও দ্বিতীয় সচিবদের জন্য আয়োজিত প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা রাজনৈতিক প্রভাবের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখাই সবার মূল দায়িত্ব।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমজীবী প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করছেন। তাই বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের তাদের সঙ্গে সদাচরণ, সৌজন্য এবং সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

একইসঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top