রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং দেড় বছরের মেয়ে মিথিলা। স্থানীয়রা জানান, মিনারুল কৃষিকাজ করতেন এবং আর্থিক সংকট ও ঋণের চাপে ছিলেন। ঘটনার রাতে উত্তর দিকের ঘরে স্ত্রী ও কন্যার মরদেহ পাওয়া যায়, আর দক্ষিণ দিকের ঘরে ছেলে মাহিমের লাশের পাশে ফ্যানের সঙ্গে ঝুলছিল মিনারুলের দেহ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ঋণ এবং আর্থিক সংকটের কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, আর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।