প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সতর্কতা: সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সংকট

মালয়েশিয়ায় সিএনএ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, গণ-অভ্যুত্থানের বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও সংকটে ফিরে যাবে। তিনি বলেন, “গ্রহণযোগ্য, উৎসবমুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন আমাদের লক্ষ্য, কিন্তু নির্বাচনই একমাত্র সমাধান নয়।”

ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই তাদের। সংস্কার, বিচার ও নির্বাচন – এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি সতর্ক করে বলেন, “শুধু নির্বাচন দিয়ে শুরু করলে সংস্কার ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। দেশ আবারও ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে পারে।”

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে আগ্রহী তারা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ এলাকাকে নেপাল ও ভুটানের সাথে নিয়ে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

ইউনূসের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিচার ও সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করেই দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top