দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে প্রায় ৬০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের অভিযোগ অনুযায়ী, সজীব ওয়াজেদ জয়ের নামে বিভিন্ন এফডিআর, আসবাবপত্র, নগদ অর্থ ও ব্যাংক হিসাব মিলে ৬ কোটি ৭৮ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া তার নামে ৫৪ কোটি ৩৯ লাখ টাকার স্থাবর সম্পদও পাওয়া গেছে। সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬১ কোটি ১৮ লাখ টাকা। এর বিপরীতে তার বৈধ আয় পাওয়া গেছে মাত্র ১ কোটি ৩২ লাখ টাকা, যা অর্জিত সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দুদকের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে অসৎ উপায়ে এই সম্পদ অর্জন করেন। এজন্য দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্যও তাদের হাতে এসেছে, যা মামলার তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।