গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে বলে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ২৩টি ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি গাজায় আরও বেশি মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে জার্মানি ও হাঙ্গেরি এই বিবৃতিতে স্বাক্ষর করেনি।
আল জাজিরা কর্মীদের হত্যা: আইসিসিতে অভিযোগের প্রস্তুতি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে হিন্দ রাজাব ফাউন্ডেশন এবং প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস আল জাজিরার চার কর্মী ও দুইজন ফ্রিল্যান্সারকে হত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যৌথ অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। রবিবার একটি ইসরায়েলি বিমান হামলায় এই সাংবাদিকরা নিহত হয়েছিলেন।
খাদ্য সংকট ও প্রতিরোধ
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও ইসরায়েল এখনও ৪৩০টিরও বেশি খাদ্য সামগ্রী, যার মধ্যে হিমায়িত মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য এবং শাকসবজি রয়েছে, সেগুলোর প্রবেশ বন্ধ করে রেখেছে। এর ফলে গাজায় খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করেছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।
এই পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ড্রোন মাঝপথে প্রতিহত করেছে এবং প্রোটোকল অনুযায়ী কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি।
নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি
এদিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতেও নতুন মোড় এসেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নভেম্বর মাস থেকে তার দুর্নীতির মামলায় সপ্তাহে তিনবার সাক্ষ্য দিতে হবে বলে বিচারকরা রুল জারি করেছেন।