নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে চলমান ষড়যন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সোমবার নওগাঁ কনভেনশন সেন্টারে ১৫ বছর পর আয়োজিত এই সম্মেলনে তিনি বলেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা ও বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চলছে।
তারেক রহমান নির্বাচন ঠেকাতে ও গণতন্ত্র পুনরুদ্ধার রোধে চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন। তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন হতে পারে কিন্তু তা যাতে না হয় সেজন্য নানা চক্রান্ত চলছে। বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এসব মোকাবিলা করতে হবে বলে তিনি জোর দেন।
বিএনপি নেতা সুসময়ে অনেক সুবিধাবাদী বিএনপির কাছে আসবে বলে সতর্ক করে দেন। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূরীকরণ কৃষি শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনর্গঠনসহ বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জনগণের আস্থা অর্জন করে দেশ পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক এসএম রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আব্দুল লতিফ খান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১ হাজার ৪১৪ কাউন্সিলরের ভোটে জেলা শীর্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। বিএনপি নেতারা দলীয় পুনর্গঠন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।