প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মালয়েশিয়া সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা বিদেশে কী করছে, সেটি সরকার নজরে রাখছে। যদি দেখা যায়, বিদেশ থেকে তারা এমন কোনো কর্মকাণ্ড চালাচ্ছে যা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশের জন্য জনশক্তি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রধান উপদেষ্টার এই সফরে মালয়েশিয়ায় আরও বেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হবে এবং কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রেস সচিব আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ৪০ হাজার বডি ক্যাম কেনার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, “আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখা। যেন ভোটাররা পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।