বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ায় আটজন জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড তল্লাশি অভিযান চালাচ্ছে।
১৯ জেলের মধ্যে ১১ জন উদ্ধার
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “আট জেলে নিখোঁজের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে বলা হয়েছে যে, ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে অপর একটি নৌকা জীবিত উদ্ধার করেছে, তবে এখনো আটজন নিখোঁজ রয়েছেন।”
নিখোঁজ জেলেরা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে: আবুল বাশার, জামাল উদ্দিন, ফারুক এবং ইদ্রিস।
কোস্টগার্ডের তল্লাশি অভিযান
শুক্রবার কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকীব মেহবুব জানান, ট্রলারের মালিক আজ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করেছেন। খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে তার নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে তিনি নিজেও একটি বড় নৌকা নিয়ে গভীর সাগরে যাচ্ছেন।