বিএনপি দক্ষিণ বা উত্তরপন্থি নয়, বরং বাংলাদেশকেন্দ্রিক ও মধ্যপন্থি একটি রাজনৈতিক দল — এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “বিএনপি মূলত গণমানুষের দল। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসার পরিবেশ তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সব ধরণের পক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছি।”
তিনি আরও বলেন, জনগণ ও রাষ্ট্রের প্রতি সরকারের আরও বেশি দায়িত্ব ছিল। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও কিছু অর্জন হলেও, জাতির প্রত্যাশা পূরণে আরও বেশি কিছু সম্ভব ছিল।
সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার কথাও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, “যেসব পদক্ষেপ সময়মতো নেয়া দরকার ছিল, তা নিতে সরকার ব্যর্থ হয়েছে।”
সম্প্রতি নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “এটি এক বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদ্যোগ। জাতি এই পদক্ষেপের অপেক্ষায় ছিল। নির্বাচনী সংস্কার ও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে, এতে বিএনপি সন্তুষ্ট।”
তিনি আরও জানান, জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে সম্মান জানিয়ে বিএনপি তা মেনে চলবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দ্রুত আইন প্রণয়ন ও সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
নির্বাচনকালে সেনাবাহিনীর ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “বর্তমানে পুলিশের কাঠামো হঠাৎ পরিবর্তন সম্ভব নয়। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের পাশাপাশি সেনাবাহিনীকে মূল ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, জনগণ একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রার্থীদের আচরণ ও জনগণের মানসিকতার উপর নির্ভর করবে।
শেষে বিএনপির জোট রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।