প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশনকে ভোট আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর থেকেই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠনের সূচনায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “গত ৫ আগস্ট পর্যন্ত ছিল আমাদের সরকারের প্রথম ধাপ। গতকাল নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম। এই পর্যায়ের মূল দায়িত্ব হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।”
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।