ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা: ট্রাম্প-পুতিনের সম্ভাব্য বৈঠক আগামী সপ্তাহে

ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই বৈঠক করতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রের সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই বৈঠকের খবর সামনে এলো। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

আগামী সপ্তাহেই হতে পারে বৈঠক

বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্প-পুতিনের বৈঠক আগামী সপ্তাহেই হতে পারে। তিনি বলেন, বৈঠকের স্থান ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে, তবে সেটি পরে জানানো হবে। উশাকভ বলেন, “আমেরিকান পক্ষের অনুরোধে, উভয় পক্ষই কার্যকরভাবে আগামী দিনে একটি উচ্চ-পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনে সম্মত হয়েছে।”

পরে বৃহস্পতিবার পুতিন সংযুক্ত আরব আমিরাতকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করে বলেন যে, এটি উচ্চ-পর্যায়ের আলোচনার জন্য একটি “উপযুক্ত” স্থান।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, তিনি এই ধারণার “পুরোপুরি বিরোধী নন”। তবে, তিনি উল্লেখ করেন যে, এমন একটি বৈঠক হওয়ার আগে “কিছু নির্দিষ্ট শর্ত তৈরি হওয়া উচিত”, এবং বর্তমান পরিস্থিতি সেই শর্ত পূরণের জন্য “অনেক দূরে”।

উশাকভ জানান, মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সময় একটি ত্রিপাক্ষিক বৈঠকের (ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি) সম্ভাবনা নিয়েও কথা হয়েছে। উইটকফ চলতি সপ্তাহে পঞ্চমবারের মতো পুতিনের সঙ্গে বৈঠক করেন। তবে, সম্ভাব্য এই ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে রাশিয়া কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সূত্র- আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top