গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ ও মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘ এবং বিভিন্ন ত্রাণ সংস্থার কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সহকারী মুখপ্রাত্র ফারহান হক।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে হক বলেন, “ইসরায়েল জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থার কর্মীদের গাজায় প্রবেশে বাধা দেওয়ায় জরুরি সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যত কম কর্মী সেখানে কাজ করতে পারবে, তত ধীরগতিতে চলবে সাহায্য বিতরণ কার্যক্রম।”
তিনি আরও বলেন, “মানবিক সহায়তা পৌঁছাতে এখন আমাদের প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজন, কিন্তু এর পরিবর্তে নতুন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দ্রুততম সময়ে পর্যাপ্ত সাহায্য গাজায় না পৌঁছালে সেখানে মানুষের মৃত্যু ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ মার্চের পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী জরুরি মেডিকেল টিমের সদস্যদের প্রবেশে প্রায় ৫০ শতাংশ হারে বেশি বাধা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জনসহ ১০২ জন পেশাদার।
এছাড়া, ফারহান হক আরও উল্লেখ করেন, ইসরায়েল এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য মাত্র দুটি সীমান্তপথ—কারেম আবু সালেম (কেরেম শালোম) ও জিকিম—ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে আরও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র- আলজাজিরা