নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ০৭ জনের

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকার বাসিন্দা। তারা ওমানপ্রবাসী এক স্বজনকে ঢাকার বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) এবং লামিয়া আক্তার (৯)। তারা সকলেই ঘনিষ্ঠ আত্মীয় এবং একই পরিবারের সদস্য।

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ। এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। গাড়ির ভেতরে আটকা পড়ে থাকা সাতজন মারা যান। স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়ে কয়েকজনকে জীবিত ভেবে হাসপাতালে নেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top