রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভের মন্তব্যের জবাবে পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক মন্তব্যকে ‘উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে পরমাণু অস্ত্রে সজ্জিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শুক্রবার দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, মেদভেদেভের বিবৃতি ছিল স্পষ্টতই উত্তেজনা বাড়ানোর মতো এবং এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র উপযুক্ত স্থানে দু’টি পরমাণু সাবমেরিন মোতায়েন করেছে। যদিও কোন অঞ্চলে সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মেদভেদেভ, যিনি বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, সম্প্রতি ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ নিয়ে আল্টিমেটাম ঘোষণাকে ব্যঙ্গ করে মন্তব্য করেন। রুশ রাজনীতিতে পশ্চিমবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এই আল্টিমেটাম আসলে যুদ্ধকে আরও ঘনীভূত করে তুলছে।

এর জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, “শব্দ কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমি মেদভেদেভকে স্মরণ করিয়ে দিতে চাই, তার উসকানিমূলক বক্তব্যের পরিণাম কতটা ভয়ানক হতে পারে, তা হয়তো তিনি উপলব্ধি করছেন না। আশা করি, বিষয়টি যুদ্ধের পর্যায়ে পৌঁছাবে না।”

হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে পরবর্তী আলোচনায় ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। সাবমেরিনগুলো সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা রাখে বলেও জানান তিনি।

রাশিয়ার দিক থেকে এখনও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরই রাশিয়ার শেয়ারবাজারে প্রবল দরপতন দেখা দিয়েছে।

মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর তিনি বেশ কয়েকবার ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা করে আসছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তিনি সম্প্রতি ট্রাম্পের দেওয়া ৫০ দিনের শান্তি আল্টিমেটামকে নিন্দা করে বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে খেলায় মেতে উঠেছে—যা সংঘর্ষের দিকে ধাবিত করছে পরিস্থিতিকে।

ট্রাম্পের মতে, এমন পরিস্থিতিতে চুপ করে থাকা সম্ভব নয়। মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপই গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top