ভারতের স্বার্থে নয়, দেশের স্বার্থে রাজনীতি দরকার: চরমোনাই পীরের মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশ পরিচালনায় জনগণের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভারতকে অধিক সুবিধা দিয়ে দেশীয় স্বার্থকে উপেক্ষা করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এক জনসভায় এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজনে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের’ দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর অভিযোগ করেন, “সরকার ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করলেও তা সংসদে উপস্থাপন করেনি। জনগণের অজ্ঞাতেই এসব চুক্তি করা হয়েছে, যা মূলত ভারতের স্বার্থে।”

জনসভায় বিএনপি ও জামায়াত প্রসঙ্গেও তিনি কথা বলেন। জামায়াতের কিছু নেতার সমালোচনা করে তিনি বলেন, “ইসলামী আন্দোলনের প্রতি অন্যায় মন্তব্যের আগে তারা নিজেদের ভূমিকা মূল্যায়ন করুক।” একই সঙ্গে বিএনপির ইসলাম-সম্পর্কিত অবস্থানকেও অস্পষ্ট বলে মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের নড়াইল জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এস. এম. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ আসনে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামকে হাতপাখা প্রতীক নিয়ে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন চরমোনাই পীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top