গাজা থেকে ১৩ শিশুকে চিকিৎসার জন্য স্পেনে নিচ্ছে স্প্যানিশ সরকার

গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতিতে গুরুতর অসুস্থ ১৩ শিশু ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য স্পেনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস জানিয়েছেন, জর্ডান থেকে এসব শিশুদের স্পেনে আনা হবে একটি সামরিক পরিবহন বিমানে।

তিনি জানান, স্পেনের একটি A400 সামরিক পরিবহন বিমানকে বিশেষ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হচ্ছে এবং আজই এটি জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা হবে।

রোবলেস বলেন, “গাজার অবস্থা অত্যন্ত ভয়াবহ। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে অমানবিকতা দেখাচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এর বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানানো।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্পেন একাধিকবার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য নিজ দেশে স্থানান্তর করেছে। মানবিক সহায়তার অংশ হিসেবে সোমবার স্প্যানিশ সরকার গাজায় ১২ টন খাদ্য সহায়তা আকাশপথে পাঠানোরও ঘোষণা দেয়।

সূত্র- আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top