জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গাজায় কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে এবং ১০০ ট্রাক সাহায্যসামগ্রী সংগ্রহ করতে অনুমতি দিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, এই পরিমাণ সাহায্য “দুর্ভিক্ষ ও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি রোধ করার জন্য যথেষ্ট নয়”।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, আরও ছয় ফিলিস্তিনি, যার মধ্যে দুটি শিশুও রয়েছে, অনাহারে মারা গেছেন। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।
ইসরায়েলি বাহিনী গাজায় ৬৩ জনকে হত্যা করেছে, যদিও তারা দাবি করেছিল মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রতিদিন সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করবে। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন সাহায্যপ্রার্থী সাধারণ মানুষ।
ইসরায়েলের এই যুদ্ধে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৫৯,৭৩৩ জন নিহত এবং ১,৪৪,৪৭৭ জন আহত হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করে নেওয়া হয়।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় আরও তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য জরুরি খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আবেদন জানানো হয়েছে। সূত্র- আল জাজিরা