উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে আইসিইউতে

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তারা সবাই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। তিনি বলেন, “আজ আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পাঁচজন আইসিইউতে, যাদের অবস্থা অত্যন্ত সংকটজনক।”

তিনি আরও জানান, গুরুতর দগ্ধদের মধ্যে ১০ জনকে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং পোস্ট-অপারেটিভ পর্যায়ে ‘ইন্টারমিডিয়েট’ অবস্থায় আছে আরও ১০ জন। এছাড়া ১৫ জন বার্ন ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

অধ্যাপক নাসির উদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেন, “লাইফ সাপোর্টে থাকা কয়েকজন রোগীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ দুজনের ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে, এবং তারা এখন নিজেরা শ্বাস নিতে পারছেন। আশা করছি আগামীকাল ৪–৫ জনকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।”

আন্তর্জাতিক সহযোগিতার কথাও জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তিনি বলেন, “সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দলের সঙ্গে আজ বৈঠক হয়েছে। তাঁরা রোগীদের অবস্থাও সরেজমিনে দেখেছেন।”

এদিকে, আজ মারা যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যাপক নাসির উদ্দীন। তাঁদের মধ্যে একজন তাসনিম আফরোজ আইমান, যার বাড়ি শরীয়তপুরে। অন্যজন মুসাব্বির মাকিন, যার বাড়ি গাজীপুরে। উভয়ের দাফনের ব্যবস্থা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এছাড়া দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top